তুমি আছো তুমি নেই (tumi acho tumi nei) কবি আরিফুর রহমান (Poet Arifur Rahman)

Click here to view the website:
http://achinpur.com/%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%9B%E0%A7%8B-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87-2/
Thanks a lot.

কবিতা : 'তুমি আছো তুমি নেই'

- কবি আরিফুর রহমান

বিদায় বেলা বলে গেলে,
"ভোরের শিউলিতে ঝুলে থাকা বিন্দু বিন্দু শিশিরের ফোঁটার মতোই তোমার চোখের জল, আমি শুধু মুগ্ধ হয়ে চেয়ে থাকি।"
যাবার সময় তুমি ফিরে চাইলে বার বার...
মনের গভীরে অনেক কথাই ছিল বলবার
মুহুর্তেই সকল কথা কোথায় যেন বিলীন হয়
জানি, জীবন পথে অনেক কিছুই অকথিত থেকে যায়
দৃষ্টির অদৃশ্য সমুদ্রে নিরবতা আমায় ডুবিয়ে দেয়,
আমি দূর থেকে শুনতে পাই একটা করুণ দীর্ঘশ্বাস
আমার দেহ তখন কঠিন পথশ্রমে রক্তশূন্য হয়
মনে হয়, কত যুগ কত কাল বা কত আলোকবর্ষ ধরে
এই সৌরপৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্ত হেঁটে চলেছি,
অনুরাগী ভেজা কন্ঠের চাঁপা কান্না দাফন করে
আমি অপলক চেয়ে রইলাম
আমি অপলক চেয়ে রইলাম
আমি, অপলক চেয়ে রইলাম।

খালি বালিশটা কেমন জানি খা খা করে, জানো!!!
একদিন ঘুম থেকে উঠে ভেবেছিলাম
জীবনতো অন্যরকম হতে পারতো
আজ যদি তুমি আমার শিয়রে থাকতে
সকালে চা খেতে দু-জনে বসতাম ব্যালকনিতে
দুটো শালিক এসে কদমের ডালে নাচ দেখাতো
দুপুরে কোন পছন্দের রেস্টুরেন্টে যেতাম খেতে
দিঘির পাড়ে বসতাম বিকেলের হলদে মৃদুদীপ্তিতে
রাতে না হয় নটা-বারোটা সো দেখেই ফিরতাম
জীবনতো এমনও হতে পারতো...
ভাবতে ভাবতে হাসলামই কিছুক্ষণ,
আমার ঘরের জানালায় যে ব্যালকনিই নাই
সকালের চা, আমরা বিছানাতেই খাই
হায়রে মধ্যবিত্ত কল্প।

মন ভাল নেই
তুমি কাছে নেই
আমার মন ভাল নেই,
কেউতো বলে না পাশে আছি তাই
আর ভয় নেই
কোন ভয় নেই...
বিষাদ ছুঁয়েছে আমায় আকাশ বিদীর্ণ তাই
জানালার ফাঁক দিয়ে খোলা পথ পাহারা দেই,
ঠায় দাঁড়িয়ে শুনি
বাতাসের দোলায় কাঠের গেটের মড়-মড়ানি,
পথ তুমি এত লম্বা হও কেন?
সময় তুমি এত ধৈর্যহারা কেন?
আমার চোখে জমা একমুঠো শিশির ছুঁতে
আমার প্রিয়া ঠিকই ফিরবে এই পথে
তুমি দেখে নিও সময়
তুমি, দেখে নিও।

হ্যাঁ হ্যাঁ আমি কেঁদেছি, অনেক কেঁদেছি
নির্জনে একাকী আনমনে ভেবেছি আর কেঁদেছি,
চোখ থেকে ঝরে পরা অশ্রুই যদি কান্না হয়
তবে, আমি কাঁদিনি তোমার জন্য, কারণ
ব্যথায় কাতর এ চোখে ভাসে স্বপ্ন নদীর বান
সে বানে ভেসে ওঠা চরে গড়ি আমি ভালবাসার নিজ ভুবন
সেখানে জমিন ভরে ছোট্ট ছোট্ট ঘাস হয়
কাঁশ ফুলে ভরে ভরে দুই-কূল পূর্ণ হয়
নিজ হাতে আমি সারি সারি সুখের শালবন বানাই
দিন শেষে ভাটার টানে আবার আমি নিঃস্ব হই।

আচ্ছা বলতো, কবে শেষ হবে এ পরবাস তোমার!!!
এক একটা দিন যায়
আমি যেন দুটো করে যুগ কাটিয়ে দেই
বারে বারে আমি নিজের ঘরে নিজেকে হারাই,
বুকের ভিতর একটা চোরা কাঁটা বিঁধে আছে
কি যেন ছটফট করে তোমায় খোঁজে
তুমি নেই, অথচ কি ভীষণভাবে তুমি আছো
সবদিকে কেবলই পাই ছোপ ছোপ ছায়ার দেয়াল,
স্তব্ধ সময়ের কাছে আমার কোন প্রশ্ন নেই উত্তর নেই
আমার দেশ আছে মানুষ নেই
সমুদ্র আছে জল নেই
পাহাড় আছে পাথর নেই
প্রেম আছে প্রেম নেই
তুমি আছো তুমি নেই
তুমি আছো তুমি নেই
তুমি আছো তুমি নেই...

..::: সোনাডাঙ্গা, খুলনা।

Similar content